ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

হয়ে গেল পদ্মা পাড়ে ইলিশ উৎসব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১৮ ডিসেম্বর ২০২১

পদ্মাপাড়ের শিমুলিয়া বন্দর মাঠে হয়ে গেলো দ্বিতীয় ইলিশ উৎসব। পদ্মার ইলিশের স্বাদ নিতে আসা ক্রেতাদের আকৃষ্ট করতে নানা কৌশল নিয়েছিলেন বিক্রেতারা। আর এমন আয়োজন দেখে অভিভূত হয়েছেন মেলায় আসা লোকজন। 

শুক্রবার ২০টি স্টলে ইলিশ প্রদর্শনে ছিলো নানা বৈচিত্র। দ্বিতীয়বারের মতো ইলিশ উৎসব ঘিরে খুশিতে ছিলো জেলে, আড়তদারসহ সংশ্লিষ্টরা।

ইলিশ উৎসবের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি।  বিশেষ অতিথি ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পদক আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ওসমান গণি তালুকদার।

আয়োজক কমিটির আহ্বায়ক প্রজন্ম বিক্রমপুরের সাধারণ সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে আরও অংশ নেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, জেলা মৎস্য অফিসার শামসুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নূর-এ-জান্নাত সীমা, প্রজন্ম বিক্রমপুরের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।

ইলিশ উৎসবকে ঘিরে বাউল গান, পালা গান. মারফতি ও মুর্শিদীসহ গানের আয়োজন করা হয়। জাতীয় পর্যায়সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি